অবসর থেকে ফিরেই বেন স্টোকসের ১৮২, তামিম কি সেই সামর্থ্য রাখেন?

মুবিন আহমেদ

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৩:২৫ এএম

অবসর থেকে ফিরেই বেন স্টোকসের ১৮২, তামিম কি সেই সামর্থ্য রাখেন?

সংগৃহীত ছবি

রাজসিক প্রত্যাবর্তন বলতে যা বোঝায়, নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক সেটাই করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। বিশ্বকাপের আগে তাঁর অবসর ভাঙার সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, সেটা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ১২৪ বলে ১৮২ রানের ইনিংস ঐতিহাসিক ইনিংস খেললেন বেন স্টোকস। ইনিংসটিকে ঐতিহাসিক বলার কারণ এদিন স্টোকস পঞ্চশ ওভারের ফরমেটে নিজের ও দলের সেরা ব্যক্তিগত স্কোরও করেছেন।

বেন স্টোকস যখন নামেন, তখন ক্রিজে ছড়ি ঘোরাচ্ছেন ট্রেন্ট বোল্ট। মাত্র ১৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড। সেখান থেকেই ডেভিড মালানের সঙ্গে স্টোকস খেললেন অতিমানবীয় এক ইনিংস। মালান নিজেও চাপে ছিলেন। স্টোকসকে সঙ্গ দিয়ে গড়লেন ১৬৫ বলে ১৯৯ রানের জুটি। শেষ পর্যন্ত ইংল্যান্ড ১৮১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এদিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবালও সম্প্রতি ফিটনেস ও ফর্ম ইস্যুতে ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর প্রধানমন্ত্রীর নির্দেশে সেই সিদ্ধ্বান্ত থেকে সরে আসেন। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটে ৩৮৫ ম্যাচে একমাত্র বাংলাদেশি হিসাবে ১৫ হাজার রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা ২৫। এখন পর্যন্ত যে কীর্তির নিকটবর্তী হতে পারেন নি অন্য কোন বাংলাদেশি।

বিশ্বের দুর্ধর্ষ বোলারদের চোখে চোখ রেখে চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে জয় ছিনিয়ে আনবার সাহসও দেখিয়েছেন তিনি। ডাউন দ্য উইকেটে দুই পা এগিয়ে এসে তখনকার সময়ের সেরা বোলার জহির খান কে ছক্কা হাকানোর সেই শটই তামিমের সামর্থ্যের জানান দেয়।

ইনজুরি থেকে ফিরতে মিরপুরে নিয়মিত অনুশীলন করছেন তামিম। সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হতে পারে এই টাইগারের। এদিকে বিশ্বকাপও দুয়ারে কড়া নাড়ছে। বেন স্টোকসের যেমন রাজকীয় প্রত্যাবর্তন হলো টাইগার ব্যাটার তামিমেরও সেরকম প্রত্যাবর্তন হবে এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। 

Link copied!